প্রকাশক হত্যার পূর্ণ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব
বাংলাদেশে প্রকাশক হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফান ডুজারিক সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে এ কথা জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এক সেক্যুলার প্রকাশককে হত্যা করা হয়েছে।
এবং ইসলামপন্থীরা কিছু ব্লগারকেও হত্যা করেছে; মহাসচিবের কি এ ব্যাপারে বলার আছে?
জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে যে প্রকাশক হত্যার ঘটনা দেখেছি, আমরা সুস্পষ্টভাবে তার নিন্দা জানাই। এবং আমরা সরকারের প্রতি জোরালো আহ্বান জানাব যে তারা পূর্ণ তদন্ত করবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করবে।’