‘ভয়ংকর ১০ মিনিট’
প্যারিসবাসী আর পর্যটকদের কাছে গতকাল রাতটি ছিল অন্য সব শুক্রবারের মতোই। খাওয়া আর পানে ব্যস্ত ছিল তারা। কিন্তু আকস্মিক এক তাণ্ডবে স্তব্ধ হয়ে গেল গতিবিধি। ১০ মিনিট ধরে চলা গোলাগুলি আর বোমাবাজির ঘটনাটি সারা জীবনের জন্য বিভীষিকাময় হয়ে থাকবে তাদের কাছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় একই সময়ে ছয়টি স্থানে সিরিজ বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৫৩ জন লোক নিহত হয়ে। আহত হয় আরো শতাধিক লোক।
শুক্রবার রাতে মধ্য প্যারিসের পূর্বাঞ্চলে অবস্থিত বাতাক্লঁ থিয়েটারে আয়োজিত সংগীতানুষ্ঠানে যুক্তরাষ্ট্রের একটি রক ব্যান্ড সংগীত পরিবেশ করছিলেন। তাদের পরিবেশনা যখন শেষ পর্যায়ে, তখনই বন্দুকধারীদের তাণ্ডব শুরু হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা জুলিয়েন পিয়ার্স নামের এক সাংবাদিক বলেন, ‘চারদিকে মানুষের চিৎকার, চেঁচামেচি। এটা ১০ মিনিট স্থায়ী ছিল। ভয়ংকর সেই ১০ মিনিটে সবাই তাদের মাথা ঢেকে মেঝেতে পড়ে ছিল।’
বাতাক্লেঁর থিয়েটারে সেখানে হামলাকারীরা একজনকে জিম্মি করে রেখেছিল। এর জেরে সেখানে সর্বোচ্চসংখ্যক হতাহতের ঘটনা ঘটে।
থিয়েটারের পার্শ্ববর্তী একটি বারে কাজ করা জেভিয়ার সাহুত প্রাথমিকভাবে মনে করেছিলেন কোনো গাড়ি থেকে ফাঁকা গুলি ছোড়া হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরই তিনি এবং তাঁর সহকর্মীরা বুঝতে পারলেন, গোলাগুলি শুরু হয়েছে। এরপরই তারা বারে যাওয়া লোকগুলোকে দোকানের ভেতরে নিয়ে ঝাপ বন্ধ করে দেন।
সিএনএনকে সাহুত জানান, তাঁরা সত্যিই আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। তাঁরা শুধু মেঝেতে অবস্থান করেছিলেন আর নিজেদের রক্ষা করছিলেন।