দুই সন্দেহভাজন শনাক্ত, আগেই সতর্ক করেছিল তুরস্ক
বেলজিয়ামের ব্রাসেলসে হামলাকারীদের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের নাম খালিদ ও ইব্রাহিম আল-বাকরাউয়ি। সম্পর্কে তাঁরা দুজন ভাই।
এ দুজনই মালবিক মেট্রো স্টেশন ও ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছেন। এর আগে গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আগে থেকেই এঁদের খুঁজছিল পুলিশ।
২০১৫ সালেই এঁদের একজনের বিষয়ে বেলজিয়ামকে সতর্ক করেছিল তুরস্ক। সে বছরের গ্রীষ্মকালে নেদারল্যান্ডসের উদ্দেশে তুরস্ক ছেড়ে গেছেন ইব্রাহিম। তাঁকে সন্দেহভাজন বিদেশি যোদ্ধা বলে বেলজিয়ামকে সতর্ক করেছিল তুরস্ক।
ফ্রান্স ও বেলজিয়ামের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিমানবন্দরে বোমা হামলাকারী দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাজিম লাচরাওয়ি নামের এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া তৃতীয় হামলাকারী হিসেবে শনাক্ত আরেক ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, একটি বোমা নিক্ষেপের পর তা বিস্ফোরিত না হওয়ায় দ্রুত পালিয়ে যাওয়ার সময় তাঁর ছবি ক্যামেরায় ধরা পড়ে।
হামলার দিন বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানো দুটি বোমার মধ্যে একটির বিস্ফোরণ ঘটান ইব্রাহিম আল-বাকরাওয়ি (২৯)। তাঁর ছোট ভাই খালিদ আল-বাকরাওয়ি তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটান মালবিক স্টেশনে। এঁরা দুজনেই আত্মঘাতী হয়ে হামলা দুটি করেন এবং নিহত হন। আঙুলের ছাপ দেখে ইব্রাহিমকে শনাক্ত করে পুলিশ।
শুধু সন্ত্রাসী হামলা নয়, বেলজিয়ামের নাগরিক এ দুই ভাইয়ের বিরুদ্ধে অপরাধের তালিকা অনেক দীর্ঘ। তবে গত নভেম্বরে প্যারিস হামলার পর এ দুই ভাইকে খুঁজছিল পুলিশ। এরই মধ্যে ব্রাসেলসে হামলার ঘটনা ঘটল। এঁদেরই একজন প্যারিস হামলার অস্ত্রের জোগান দিয়েছিলেন বলে বেলজিয়াম পুলিশের ধারণা।
এদিকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে আজ বৃহস্পতিবার ব্রাসেলসে এসে পৌঁছেছেন ইউরোপের নিরাপত্তা প্রধান।
স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে জাভেনতেম বিমানবন্দরের বহির্গমন বিভাগে দুটি বিস্ফোরণ ঘটে। ঘণ্টাখানেক পরই ব্রাসেলসের মেলবিক মেট্রো স্টেশনে বোমা হামলা হয়। তিনটি বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও শতাধিক আহত হন। ব্রাসেলসের এ হামলায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এর পর দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে।