মুসলিম শরণার্থীর পায়ে চুমু খেলেন পোপ
ব্রাসেলসে ভয়াবহ জঙ্গি হামলার পর বিশ্বজুড়ে মুসলমান ও শরণার্থীবিরোধী মনোভাব কাটাতে এক অভিনব প্রয়াস নিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল বৃহস্পতিবার মুসলমান, হিন্দু ও ক্যাথলিক শরণার্থীদের নিজের হাতে পা ধুইয়ে চুমু খেলেন পোপ।
রয়টার্স জানিয়েছে, ইতালির রোমের ক্যাসেলনুভো ডি পোর্টে একটি শরণার্থী কেন্দ্র পরিদর্শন করেন পোপ। সেখানেই তিনি ইস্টারের ঐতিহ্যবাহী পা ধোয়া উৎসব উদযাপন উপলক্ষে মুসলিম, হিন্দু ও ক্যাথলিক শরণার্থীদের পা ধুয়ে দেন। তারপর পা মুছিয়ে তাদের পায়ে চুমু খান। এরপর শরণার্থীদের সঙ্গে আলাদা করে কথা বলেন, সেলফিও তোলেন তিনি।
ব্রাসেলস হামলার পর যখন শরণার্থী ও মুসলিম বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে, ঠিক সে সময়ই পোপ শরণার্থীদের প্রতি নিজের ভালোবাসা দেখিয়ে সবাইকে ভ্রাতৃত্বের আহ্বান জানালেন।
এদিনে দেওয়া ধর্মীয় বক্তৃতায় পোপ বলেন, যিশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার আগে এই পবিত্র বৃহস্পতিবারে পা ধোয়া আচার সম্পন্ন করেছিলেন। আসলে এটা শুধু পা ধোয়া নয়, এর মাধ্যমে নিজেদের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে একাত্ম হওয়ার পথ তৈরি হয়।
সাম্প্রদায়িক বিদ্বেষ সম্পর্কে পোপ বলেন, ‘আমরা ভিন্ন জাতি, ভিন্ন দেশ বা সংস্কৃতির মানুষ। কিন্তু আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই শান্তি চাই।’
খ্রিস্টধর্ম অনুযায়ী যিশুকে ক্রুশবিদ্ধ করার আগের দিন পা ধুইয়ে দেওয়ার এই নিয়ম পালিত হয়। ধর্মীয় রীতি অনুযায়ী, এই দিনে ১২ জন ক্যাথলিক পুরুষের পা ধুইয়ে দিতেন পোপরা। কিন্তু এবার সেই ঐতিহ্য ভাঙলেন পোপ ফ্রান্সিস। ভাটিক্যান কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, এবার চারজন শরণার্থী নারী এবং আটজন পুরুষের পা ধুইয়ে এই ধর্মীয় প্রথা পালন করলেন পোপ।