সালাহ উদ্দিন ‘নিখোঁজ’, ব্রিটিশ পার্লামেন্টে আর্লি ডে মোশন
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের ১০ সদস্য। দেশটির পার্লামেন্টের কার্যবিধি ‘আর্লি ডে মোশন’-এর মাধ্যমে ওই ১০ সদস্য বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে পার্লামেন্টের (হাউস অব কমন্স) দৃষ্টি আকর্ষণ ও বাংলাদেশের ওপর চাপ দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গত সোমবার এ আর্লি ডে মোশন আনা হয়।
এ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যরা। তাঁরা আশা প্রকাশ করেছেন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত হবে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত ওই ‘আর্লি ডে মোশন’-এ বলা হয়, ‘২০১২ সালে নিখোঁজ হয়ে গেলেও বিএনপি নেতা ইলিয়াস আলীকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’
হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘বিরোধী দলের নিখোঁজ হয়ে যাওয়া নেতা-কর্মীদের বিষয়ে অনুসন্ধানের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ব্যর্থতা আছে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে আছে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ।’
বাংলাদেশ সংক্রান্ত ওই ‘আর্লি ডে মোশন’-এ স্বাক্ষর করেন কনজারভেটিভ পার্টির বব ব্ল্যাকম্যান ও পিটার বটমলি, সোশ্যাল ডেমোক্রেটিক অ্যান্ড লেবার পার্টির মার্ক ডুর্কান, রেসপেক্ট পার্টির জর্জ গ্যালাওয়ে, লিবারেল ডেমোক্র্যাটসের জুলিয়ান হুপার্ট ও বব রাসেল , লেবার পার্টির জন ম্যাকডোনেল ও লিজ মিকইনজ, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন এবং স্বতন্ত্র সদস্য মাইক হ্যানকক।