অভ্যুত্থানের ঘোষণা তুরস্কের সেনাবাহিনীর একাংশের
তুরস্কের সেনাবাহিনী একটি টেলিভিশনে জানিয়েছে, তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। ইস্তাম্বুল শহরে বিভিন্ন সেতু বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাজধানীর আংকারায় নিচু অঞ্চল দিয়ে হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, তুরস্কের প্রধানমন্ত্রী বিনাইল ইলদিরিম সেনাবাহিনীর অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
বরফরাস প্রণালি ও ফাতিহ সুলতান মেহমেত সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আংকারায় গুলির শব্দ পাওয়া গেছে।
ইস্তাম্বুলে পুলিশ সদর দপ্তরের বাইরেও গুলির শব্দ শোনা গেছে এবং ইস্তাম্বুল বিমানবন্দরের বাইরে ট্যাংক মোতায়েন করা হয়েছে। সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন তুর্ক জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিরাপদে আছেন। এর বেশি কিছু জানায়নি তারা।
দেশটির বেসরকারি টেলিভিশন এনটিভিতে সেনাবাহিনীর ওই অংশের একটি বিবৃতি সম্প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘দেশের পুরো ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।’ সেনাদের এই অংশের নেতৃত্বে কে বা কারা রয়েছে তা জানা যায়নি।
তুরস্কের প্রেসিডেন্টের একটি সূত্র জানিয়েছে, বিবৃতিটি সেনাবাহিনীর উচ্চপর্যায় থেকে অনুমতিপ্রাপ্ত নয়।
প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, ‘আমরা সেনা অভ্যুত্থানের সম্ভাব্যতা নিয়ে কাজ করছি। আমরা এই প্রচেষ্টা সফল হতে দেব না।’
তুরস্কের সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে সেনাসদরে জিম্মি করা হয়েছে বলে খবর বের হয়েছে।