ভাইয়ের হাতে খুন পাকিস্তানের ফেসবুক তারকা
ভাইয়ের হাতে খুন হয়েছেন পাকিস্তানের ফেসবুক তারকা এবং মডেল কান্দিল বালুচ। আজ শনিবার দেশটির মুজাফফরাবাদের গ্রিন টাউন এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন খোলামেলা ভিডিও এবং সাহসী বক্তব্য দিয়ে প্রায়ই সমালোচিত ও বিতর্কিত হয়েছেন কান্দিল বালুচ।
ডন অনলাইন জানিয়েছে, কান্দিল বালুচের প্রকৃত নাম ফৌজিয়া আজিম। তবে কান্দিল নামেই সবার কাছে বেশি পরিচিত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, কান্দিল বালুচকে তাঁর ভাই ফেসবুকে ভিডিও পোস্ট ও মডেলিং ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন। প্রথমে টিভি চ্যানেলে বলা হয়েছিল- কান্দিলের ভাই তাঁকে গুলি করে হত্যা করেছে। কিন্তু পরে পুলিশ জানায়, গলা টিপে হত্যা করা হয়েছে তাঁকে।
এনডিটিভির খবর অনুযায়ী, কয়েক মাস ধরেই সংবাদমাধ্যম কান্দিল বালুচের নামটার সঙ্গে বেশি করে পরিচিত হয়। বিশেষ করে এশিয়া কাপ ক্রিকেট এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বিরাট কোহলির পারফরম্যান্সে একের পর এক বিতর্কিত পোস্ট করে আলোচনায় এসেছিলেন কান্দিল।
মেয়েলি রাখঢাক পছন্দ ছিল না তাঁর। আর এই খোলামেলা জীবনই কেড়ে নিল কান্দিলের প্রাণ। শুক্রবার রাতে নিজ বাড়িতে খুন হয়েছেন কান্দিল বালুচ। ভাই ওয়াসিম গলা টিপে হত্যা করেছেন বোন কান্দিলকে। কারণ, কান্দিলের সাহসী জীবন, ফেসবুকে তাঁর শরীর প্রদর্শন কোনোভাবেই নাকি মেনে নিতে পারছিলেন না ওয়াসিম। এই নিয়ে কান্দিলকে তিনি সতর্কও করেছিলেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে মুজাফফরাবাদের নিজ বাড়িতে মা-বাবাকে দেখতে গিয়েছিলেন কান্দিল। ঈদ পার হলেও বাবার অসুস্থতার কারণে সেখানেই কয়েক দিন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুক্রবার রাতে কান্দিল যখন ঘুমাচ্ছিলেন, তখন সেই ঘরে ঢোকেন ওয়াসিম এবং ঘুমের মধ্যেই কান্দিলকে গলা টিপে খুন করেন তিনি। ঘটনার পর থেকেই ফেরার ওয়াসিম। পুলিশ ‘অনার কিলিং’-এর অভিযোগ করেছে ওয়াসিমের বিরুদ্ধে।