পাকিস্তানি মডেল কান্দিল বালুচের হত্যাকারী ভাই গ্রেপ্তার
পাকিস্তানের ফেসবুক তারকা ও মডেল কান্দিল বালুচের (২৬) হত্যাকারী তাঁর ছোট ভাই ওয়াসিম বালুচকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মধ্য পাকিস্তানের ডেরা গাজি খান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ওয়াসিম বালুচ তাঁর বোনকে হত্যার কথা স্বীকার করেছেন। ওয়াসিম জানান, পরিবারের অসম্মানের জন্য বোনকে নেশাদ্রব্য খাইয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। গত শুক্রবার ওই হত্যার ঘটনার পর থেকেই পালিয়ে ছিলেন ওয়াসিম।
ঘটনার বর্ণনা দিয়ে ওয়াসিম বালুচ বলেন, ‘আমি তাঁকে (কান্দিল) যে হত্যা করতে যাচ্ছি, বিষয়টি সে বুঝতে পারেনি। তাঁকে ওষুধ খাইয়ে গলা টিপে হত্যা করি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন খোলামেলা ভিডিও এবং সাহসী বক্তব্য দিয়ে প্রায়ই সমালোচিত ও বিতর্কিত হন কান্দিল বালুচ। সম্প্রতি পাকিস্তানের উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভির সঙ্গে সেলফি তুলে বিতর্কিত হন তিনি।
ডন অনলাইন শনিবার জানায়, কান্দিল বালুচের প্রকৃত নাম ফৌজিয়া আজিম। তবে কান্দিল নামেই সবার কাছে বেশি পরিচিত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ফেসবুকে ভিডিও পোস্ট ও মডেলিং ছেড়ে দেওয়ার জন্য কান্দিল বালুচকে বিভিন্ন সময় হুমকি দিয়েছিলেন তাঁর ভাই।
এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে মুজাফফরাবাদের নিজ বাড়িতে মা-বাবাকে দেখতে গিয়েছিলেন কান্দিল বালুচ। ঈদ শেষ হলেও বাবার অসুস্থতার কারণে কয়েক দিন ধরে সেখানে ছিলেন তিনি। শুক্রবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় কান্দিলকে গলা টিপে হত্যার পর থেকেই পালিয়ে ছিলেন ওয়াসিম।
পাকিস্তানের পুলিশ জানায়, হত্যার পরপর ডেরা গাজি খান এলাকায় পালিয়ে যান ওয়াসিম। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন দুই বন্ধু। ওয়াসিমের বিরুদ্ধে ‘অনার কিলিং’য়ের অভিযোগ আনা হয়েছে।
প্রতিবছর পাকিস্তানের কয়েকশ নারীকে ‘অনার কিলিং’য়ের নামে হত্যা করা হয়।