ভারত চুক্তি ভাঙলে আদালতে যাবে পাকিস্তান
ভারত সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি ভাঙলে আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান। ভারত একা এ চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না বলে দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ কথা জানিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকিও দিয়েছে পাকিস্তান।
সারতাজ আজিজ বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুসারে, ভারত একা চুক্তি থেকে সরে যেতে পারে না।’ তিনি আরো বলেন, ‘ভারত এ চুক্তি ভাঙলে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে যাবে।’
একদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রক্ত ও পানি একসাথে বইতে পারে না। ভারতের অভিযোগ কাশ্মীরের উরিতে ১৮ ভারতীয় সেনাসদস্য নিহত হওয়ার পেছনে আছে পাকিস্তান। আর এ কারণে সিন্ধু নদের পানি বন্ধ করার চিন্তা ভাবনাও করছে ভারত।
সিন্ধু নদের উৎসমুখ ভারতে। পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তা মিশেছে আরব সাগরে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টান নিয়ে চুক্তি সই হয়। ওই চুক্তি অনুসারে সিন্ধু নদেরশাখা শতদ্রু, বিপাশা ও ইরাবতী পড়ে ভারতে অন্যদিকে সিন্ধু, চিনাব ও ঝিলাম পড়ে পাকিস্তানে।
ভারত সিন্ধু নদের মাত্র ২০ শতাংশ ব্যবহার করে। বাকি সবটার ওপর পাকিস্তানের সেচ, কৃষিসহ বিভিন্ন বিষয় নির্ভরশীল। এখন সিন্ধু নদের গতিপথ বদলে নিজেদের অংশ দিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথাও ভাবছে ভারত।