'সালাহ উদ্দিনের অনুপ্রবেশে বিব্রত বিএসএফ'
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ কীভাবে এত সহজে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গেলেন, তা নিয়ে বিব্রত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এস কে সিং শিলং টাইমসকে এ তথ্য জানান।
বিএসএফ মেঘালয় রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৪৪০ কিলোমিটার এলাকা পাহারা দেয়। কিন্তু এই সীমান্তের অনেক অংশে নিরাপত্তা যথেষ্ট না থাকায় এই সুযোগে অনেকেই ভারতে অনুপ্রবেশ করে।
এ প্রসঙ্গে এস কে সিং শিলং টাইমসকে বলেন, বিএসএফ জানে না তিনি (সালাহ উদ্দিন) কীভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেলেন। তিনি বলেন, বিএসএফ দীর্ঘ ও অরক্ষিত সীমান্ত পাহারা দেয়। এ সময় সালাহ উদ্দিনের ভারতে অনুপ্রবেশের ঘটনায় কোনো তদন্ত হবে না বলেও জানান তিনি।
গত ১০ মার্চ থেকে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে গত সোমবার সকালে মেঘালয়ের পূর্ব খাসি হিল জেলার পিনথোরোমখ্রা এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। এ সময় বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।