অভিবাসীদের উদ্ধারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, রোহিঙ্গাসহ অভিবাসীদের বহনকারী নৌযান সমুদ্র থেকে উদ্ধার ও অনুসন্ধানের জন্য তিনি তাঁর দেশের নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নাজিব রাজাক এ নির্দেশ দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নাজিব তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘আমি রয়্যাল মালয়েশিয়ান নেভি ও মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সিকে রোহিঙ্গা বহনকারী নৌযান উদ্ধার ও অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছি। প্রাণহানি আমাদের ঠেকাতে হবে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ বক্তব্যের মধ্য দিয়ে অভিবাসীদের উদ্ধারের বিষয়ে দেশটির অবস্থান পরিষ্কার হলো।
এর আগে গতকাল বুধবার অভিবাসী সমস্যা নিয়ে এক বৈঠকে সমুদ্রে আটকে পড়া সাত হাজার জনকে সাময়িক আশ্রয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বৈঠকে দুই দেশের পক্ষ থেকে বলা হয়, তারা নৌযানে থাকা লোকজনকে উপকূলে আসার সুযোগ দেবে। তবে ওই বৈঠকে মালয়েশিয়ার সংশ্লিষ্ট বাহিনী উদ্ধার করবে কি না, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু বলা হয়নি।
সমুদ্রপথে এরই মধ্যে তিন হাজারের বেশি রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আশ্রয় নিয়েছে। থাইল্যান্ডেও আশ্রয় নিয়েছে অনেকে। তবে তিনটি দেশই অভিবাসীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল। এ দেশগুলোর নৌবাহিনীর সদস্যরা অভিবাসীদের অনেক নৌকা আবার সমুদ্রে ফেরত পাঠিয়েছে। তবে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানানোয় এ বিষয়ে তাদের অবস্থান পাল্টেছে।