বাংলাদেশকে সহায়তা করবে মিয়ানমার
অভিবাসী ইস্যুতে বাংলাদেশসহ অন্যান্য দেশকে সহায়তা করার অঙ্গীকার করেছে মিয়ানমার সরকার। আজ রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুায় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের বন্ধুপ্রতিম প্রতিবেশী হওয়ায় বাংলাদেশের সঙ্গে এই ইস্যুর আপসের মাধ্যমে সমাধান হবে। তবে অন্যান্য দেশের মতো তারা ‘নৌ-মানুষদের’ গ্রহণ এবং অস্থায়ীভাবে তাদের আশ্রয় দেওয়ার উদ্যোগ চালিয়ে যাওয়া দেশটির সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে।
সমুদ্রে অনিয়মিত চলাচল ও ‘নৌ-মানুষ’ ইস্যুতে অন্যান্য দেশের সঙ্গে মিয়ানমার সহায়তা করার অঙ্গীকার করেছে। সিনহুয়া জানিয়েছে, ২৯ মে থাইল্যান্ডের ব্যাংককে ভারত মহাসাগরে অবৈধ অভিবাসন ইস্যুতে অনুষ্ঠেয় বৈঠকে তারা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পাঠাবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গত বৃহস্পতিবার মিয়ানমারের রাখাইন রাজ্যের মংতাও শহরের উপকূলে দেশটির নৌবাহিনী দুটি মাছ ধরা ট্রলার জব্দ করেছে। এর একটিতে ২০৮ অভিবাসী ছিল, অন্যটিতে কেউ ছিল না।
মিয়ানমার জানিয়েছে, আনুমাও বন্দরে ট্রলার দুটি নোঙর করা হয়েছে। আলে থান কিয়াও গ্রামে একটি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে। এখানে খাদ্য, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া হচ্ছে অভিবাসীদের।