চাঁদের কক্ষপথে ভারতের নভোযান
গত ১৪ জুলাই চন্দ্রযান-৩ সফলভাবে উৎক্ষেপণ করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। উৎক্ষেপণের ২৫ দিন পর আজ শনিবার (৫ আগস্ট) নভোযানটি চাঁদের কক্ষপথে পৌঁছেছে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, চাঁদে অবতরণের জন্য এ পর্যন্ত দুবার চেষ্টা চালিয়েছে ভারত। নতুন লক্ষ্যে পৌঁছাতে এরই মধ্যে অভিযানের খরচে অনেক কাটছাঁট করেছে তারা। আর নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারলে নতুন এক মাইলফলকে পা দিবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি।
কম খরচের পাশাপাশি পৃথিবীর চতুর্থ দেশ হবে ভারত যারা কি না নিজেদের প্রযুক্তিতে চাঁদে অবতরণ করবে।
চাঁদে অবতরণের রেকর্ড রয়েছে মাত্র তিনটি দেশের হাতে। দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।
ভারতের নভোযান চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে ইসরো। মহাকাশ গবেষণা সংস্থাটি থেকে বলা হয়, উৎক্ষেপণের তিন সপ্তাহেরও বেশি সময় পর এটি কক্ষপথে প্রবেশ করেছে।
চার বছর আগেও চাঁদে নভোযান পাঠিয়েছিল ভারত। তবে, চাঁদে অবতরণের আগ মুহূর্তে ইসরোর সঙ্গে যোগাযোগ হারায় নভোযানটি। তবে, যদি এবার সবকিছু পরিকল্পনামাফিক হয়, তবে আগামী আগস্টের ২৩ বা ২৪ তারিখে এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। অবতরণের পর এটি চন্দ্রপৃষ্ঠে এক চন্দ্রদিবস (১৪ দিন) পর্যন্ত কার্যক্রম চালাবে।
ইসরোর তৈরি চন্দ্রযান-৩ এ বিক্রম নামে একটি ল্যান্ডার রয়েছে। সংস্কৃত ভাষায় বিক্রমের অর্থ বীরত্ব। এ ছাড়া প্রজ্ঞা নামের একটি রোভার রয়েছে। সংস্কৃত ভাষায় যার অর্থ জ্ঞান।
অবতরণের পর বিক্রম থেকে আলাদা হয়ে যাবে রোভার। পরবর্তীতে চন্দ্রপৃষ্ঠে ঘুরে বিশ্লেষণের জন্য ছবি তুলে পৃথিবীতে পাঠাবে এটি। এই রোভারটি এক চন্দ্রদিবস পর্যন্ত নিজের কার্যক্রম চালাতে পারবে।