প্রায় ৫০ বছর পর চাঁদে অভিযান চালাচ্ছে রাশিয়া
কয়েক দফা পেছানোর পর চলতি সপ্তাহেই চাঁদে অভিযান চালাবে রাশিয়া। আজ সোমবার (৭ আগস্ট) দেশটি থেকে এ তথ্য জানানো হয়। প্রায় ৫০ বছর পর দেশটি চাঁদে অভিযান শুরু করবে বলে আশা করা হচ্ছে। খবর এএফপির।
রুশ মহাকাশ সংস্থা রসকসমস বলছে, আগামী শুক্রবার সকালের দিকে লুনা-২৫ নভোযান দিয়ে চাঁদে অভিযান চালাবে তারা। এতে একটি ল্যান্ডার থাকবে। যদি সবকিছু পরিকল্পনামাফিক হয়, তবে উড্ডয়নের পাঁচদিন পরেই এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে।
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাশিয়া সর্বপ্রথম ও সর্বশেষ চন্দ্র অভিযান পরিচালনা করেছিল ১৯৭৬ সালে। তবে, সম্প্রতি মহাকাশ কর্মসূচি পুনরায় শুরু করার জন্য জোর দিচ্ছে মস্কো।
রসকসমস বলছে, প্রকৌশলীরা চন্দ্র অভিযানের জন্য সুয়জ নামক একটি রকেট তৈরি করেছে। পশ্চিম রাশিয়া থেকে এটি চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা হবে। এক বিবৃতিতে মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, লুনা-২৫ নভোযানটিকে অবতরণ অনুশীলন করানো হচ্ছে। এটি চাঁদের মাটির নমুনা ও দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনায় সহায়তা করবে।
চার পা বিশিষ্ট ল্যান্ডারটির ওজন ৮০০ কেজির মতো। এটি চাঁদের দক্ষিণ মেরু প্রান্তে অবতরণ করবে। তবে, এর আগে যতগুলো ল্যান্ডার অবতরণ করেছে সেগুলোর বেশিরভাগই বিষুবরেখার কাছে অবতরণ করেছে।
গত বছর ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপরেই লুনা-২৫ সহ ভবিষ্যতের অন্যান্য মিশনে মস্কোকে সহায়তার না করার কথা জানায় ইউরোপীয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। তবে, এ সত্ত্বেও মস্কো নিজেদের গবেষণা ও যন্ত্রপাতিতে চাঁদে অভিযান চালাতে বদ্ধপরিকর।