যুক্তরাজ্যে রুশ গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার ৩
যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, বুলগেরিয়ান এই তিন নাগরিক রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত। গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তারের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের হাতে আসা তথ্যে দেখা গেছে, সন্দেহভাজন তিনজন হলেন অরলিন রোউসেভ (৪৫), বিজের ঝামবাঝভ (৪১) ও ক্যাতরিন ইভানোভা (৩১)। অনেদিন থেকে তারা যুক্তরাজ্যে বসবাস করা এই তিনজন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে ‘অনৈতিক উদ্দেশ্যে’ নিজেদের কাছে পরিচয়সংক্রান্ত নথিপত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, নথিগুলো ভুয়া জেনেও সেগুলো সঙ্গে রেখেছিলেন তারা। ওই নথিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস ও চেক প্রজাতন্ত্রের পাসপোর্ট এবং পরিচয়পত্রসহ অন্যান্য কাগজ।