নেদারল্যান্ডসে গুলি করে তিনজনকে হত্যা, বন্দুকধারী গ্রেপ্তার
নেদারল্যান্ডসের রটারডাম শহরে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ৩২ বছর বয়সী ওই বন্দুকধারী স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রথমে একটি বাড়িতে এবং পরে ইরাসমাস মেডিকেল সেন্টারে এলোপাতাড়ি গুলি চালায়। খবর বিবিসির।
সংবাদমাধ্যমটি জানায়, গ্রেপ্তার হওয়া ওই যুবক ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রথম দফায় ওই যুবক গুলি চালিয়ে ৩৯ বছর বয়সী এক নারী ও তার ১৪ বছরের মেয়েকে হত্যা করে। পরে, তার গুলিতে ৪৩ বছর বয়সী একজন প্রভাষকও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার পর মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালানো হয়। তখন ওই বাড়িতে আগুন ধরে যায়। এরপর বন্দুকধারী মেডিকেল সেন্টারে গিয়ে গুলি চালান। সেখানেও আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবন থেকে এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তবে, তাৎক্ষণিক হামলার উদ্দেশ্য জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা একজন নিরাপত্তকর্মী বিবিসিকে বলেন, ‘একটি ভয়ানক পরিস্থিতির মধ্যে ছিলাম। আমি শুধু কাঁপছিলাম।’ বন্দুকধারী প্রধান ফটক দিয়ে মেডিকেল সেন্টারে প্রবেশ করেননি বলেও জানান ওই নিরাপত্তাকর্মী।
এদিকে, গোলাগুলিতে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি এ ঘটনার নিন্দা জানাচ্ছি। যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের আমি সমবেদনা জানাই।’
গোলাগুলির ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে রটারডাম পুলিশ জানিয়েছে, বন্দুকধারী নিহতদের পরিচিত ছিল। দু’বছর আগে প্রাণী নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল ওই যুবক। তার নাম পৌয়াদ এল বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।