জর্ডানে পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন
ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের চলমান যুদ্ধ নিয়ে পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল শুক্রবার (৩ নভেম্বর) জর্ডান কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। তারা জানিয়েছে, আজ বৈঠকে উপস্থিত থাকবে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, মিশর ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। খবর আনাদুলা এজেন্সির।
এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কোদাহ বলেন, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী আয়মান আল-সাফাদি এই বৈঠকের নেতৃত্ব দিবেন। এই বৈঠকে যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় বন্ধের আহ্বান জানানো হবে। একইসঙ্গে গাজা উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহের দাবি জানাবে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ব্লিঙ্কেন সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তবে, তা প্রত্যাখ্যান করে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের হাতে থাকা বন্দিদের উদ্ধার না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় হামাস। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানও শুরু করেছে তারা। হামলা পাল্টা হামলায় দুপক্ষের ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।