ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, চারজেনের ফাঁসি দিল ইরান
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দুই সপ্তাহেরও কম সময় আগে একই অভিযোগে দোষী একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। খবর এএফপির।
ইরানের বিচার বিভাগীয় খবর প্রকাশকারী মিজান অনলাইন জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে আজ সকালে ইহুদিবাদী শাসক (ইসরায়েল) সম্পর্কিত একটি নাশকতাকারী গ্রুপের চার সদস্যকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি কার্যকর হওয়া চারজনের মধ্যে তিন পুরুষ ও একজন নারী রয়েছে। পুরুষেরা হলেন—ভাফা হানারেহ, আরাম ওমরাই ও রহমান পারহাজু। আর ওই নারীর নাম নাসিম নামাজি।
মিজান অনলাইন বলছে, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করছিল নাশকতাকারী গ্রুপটি। তাদের নির্দেশে দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নিয়েছিল তারা।
এএফপি বলছে, ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইরান। বছরের পর বছর ধরে ছায়াযুদ্ধে লিপ্ত তারা। তেহরানের অভিযোগ, তাদের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে নাশকতামূলক হামলা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে ইসরায়েল।