ডেনমার্কে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার
কোপেনহেগেন ইউনিভার্সিটির একটি ভবনে অবস্থান করে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে বয়কটের আহ্বান জানিয়ে বিক্ষোভ প্রদর্শনের সময় আরও বেশ কয়েকজন অধিকারকর্মীর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে। ডেনিশ গণমাধ্যমগুলো আজ বুধবার এই তথ্য দিয়েছে। খবর এএফপির।
ডেনমার্কের দৈনিক এক্সট্রা ব্লাডেটের ওয়েবসাইটে আজকের প্রকাশিত ছবিতে দেখানো হয় ২১ বছর বয়সী এই বিশ্বখ্যাত অধিকারকর্মীকে পুলিশ বিশেষ পাহারায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যাচ্ছে।
থুনবার্গ নিজেও দাঙ্গাপুলিশ ক্যাম্পাসে তাদের লক্ষ্য করে এগিয়ে আসছে এমন একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। ক্যাম্পাসের ওই ভবনটিতে সে সময় দখলদার বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত ইসরায়েলবিরোধী প্রতিবাদে অংশ নিচ্ছিলেন তিনি।
এ বিষয়ে কোপেনহেগেন পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নামগুলো আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে জোর করে ভবনে প্রবেশ ও প্রবেশমুখে বাধা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশের মুখপাত্র আরও জানান, কয়েক ঘণ্টা পর গ্রেপ্তার করা ছয়জনকে ছেড়ে দেওয়া হয়। এক্সট্রা ব্লাডেটে প্রকাশিত ভিডিওতে দেখা যায় পুলিশ স্টেশন থেকে গ্রেটা থুনবার্গ বের হয়ে আসছেন।
দখলদার বিরোধী শিক্ষার্থীরা অভিযোগ করে আসছিলেন যে, ফিলিস্তিন পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে গেলেও কোপেনহেগেন ইউনিভার্সিটি ইসরায়েলের একাডেমিক প্রতিষ্ঠানগুলো সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েলকে একাডেমিকভাবে বয়কটের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা। গাজায় বোমাবর্ষণের প্রকিবাদে ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান করে প্রতিবাদেও অংশ নিচ্ছিলেন ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীরা।