হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ৬০
ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গতকাল রোববার (১৩ অক্টোবর) লেবানন ভিত্তিক মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর ড্রোন হামলায় চারজন সৈন্য নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও ৬০ জনের বেশি। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। লেবাননে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও সীমান্তে মিলিশিয়াদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর চলতে থাকা সংঘর্ষের মধ্যেই এই হামলার খবর পাওয়া গেল। খবর এএফপির।
গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি হামলার তীব্রতা বাড়িয়ে দেওয়ার পর সবচেয়ে মারাত্মক এই হামলাটি চালানো হয় ইসরায়েলের হাইফা নগরীর কাছে বিনইয়ামিনা সামরিক প্রশিক্ষণ শিবিরে।
এদিকে, লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ার পর জাতিসংঘের শান্তিরক্ষীরা বলেছেন, তারা আবারও গোলাগুলির আওতার মধ্যে পড়ে গেছেন। শান্তিরক্ষীরা জানিয়েছেন, ইসরায়েলি সৈন্যরা দুটি ট্যাংকসহ জাতিসংঘের অবস্থানে জোর করে ঢুকে পড়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তিরক্ষীদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানোর পর এ ঘটনা ঘটে।
অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, রোববার দিনের শেষভাগে ইসরায়েলের প্রধান শহর হাইফা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে বিনইয়ামিনা সামরিক শিবিরে এক স্কোয়াড্রন ড্রোন হামলা চালানো হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয় বলে জানায় তারা।
পরে এক বিবৃতিতে হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলে, ‘ইসরায়েল যদি আমাদের মহান ও প্রিয় জনগণের ওপর আগ্রাসন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তবে হাইফাতে যা দেখেছে তার চাইতেও ভয়াবহ ঘটনার সাক্ষী হবে তারা।’
গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত এক হাজার ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।