জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার
জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে (পূর্বাঞ্চলীয় সময় সকাল ৭টা ১৯ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে কিউশু দ্বীপের মিয়াজাকি প্রিফেকচার এবং জাপানের দক্ষিণাঞ্চলীয় কোচি প্রিফেকচারের জন্য এ সতর্কতা জারি করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, জাপানি পাবলিক ব্রডকাস্টার এনএইচকে টিভির বরাত দিয়ে এপি জানিয়েছে, ভূমিকম্পের ৩০ মিনিটের মধ্যেই প্রায় ১ মিটার (৩ দশমিক ২ ফুট) উঁচু একটি সুনামি ঢেউ আছড়ে পড়ে।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কর্তৃপক্ষ সুনামির সতর্কতা প্রত্যাহার করে নিলেও স্থানীয়দের উপকূলের কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছে, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ প্রথমটির চেয়ে বেশি হতে পারে।
আবহাওয়া কর্মকর্তাদের মতে, একই মাত্রার ভূমিকম্প যদি আবারও এলাকায় আঘাত হানে, তাহলে পাহাড় ধসে পড়া এবং পাথরের খসে পড়া বাসিন্দাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যেকোনো সময় ভূমিকম্প হতে পারে এবং ভূমিকম্পের প্রস্তুতি প্রতিদিন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’
জাপানের বেশিরভাগ অংশ প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত। এটি তীব্র ভূমিকম্প ও আগ্নেয়গিরির একটি অঞ্চল, যা ঘন ঘন ভূমিকম্পের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।