ভারতে মহাকুম্ভ মেলায় আগুন
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়োগরাজে চলতে থাকা মহাকুম্ভ মেলায় দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেলাপ্রাঙ্গণে থাকা তাবুতে আগুন ধরে গেলে এর আশপাশে থাকা বেশ কয়েকটি তাবু পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।
মেলা প্রাঙ্গণে আগে থেকে রাখা আগুন নেভানোর ট্রাকগুলো ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই ঘটনার পরপরই আশপাশের তাবু থেকে লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আগুনের এই ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছেন। এ বিষয়ে আখড়া পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাস্কর মিশ্র বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘মহাকুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ক্যাম্পের তাবুগুলোতে আগুন ধরে যায়। তবে অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।’
মহাকুম্ভ মেলার অফিসিয়াল এক্স-হ্যান্ডেলে এক বার্তায় বলা হয়, ‘খুবই দুঃখের বিষয়। মহাকুম্ভ মেলায় আগুনের এই ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। প্রশাসন উদ্ধার ও ত্রাণ কাজ নিশ্চিতে কাজ করছে। মা গঙ্গার কাছে সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি আমরা।’