আতশবাজি-ফানুস ওড়ানোর সময় রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড
খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপনের জন্য আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় রাজধানীর অন্তত ছয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা খালেদ বিন রাশেদ আজ শনিবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ঢাকার ছয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ীর মাতুয়াইলে এবং ধোলাইখালের অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেন। মাতুয়াইলে তিনটি ইউনিট এবং ধোলাইখালে দুটি ইউনিটকে কাজ করতে হয়েছে। অন্য জায়গাগুলোতে কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভে গেছে। কেরাণীগঞ্জ, উত্তরা ও তেজগাঁও ছাড়াও আরও একটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপাতত স্থানটির নাম বলতে পারছি না। বেশির ভাগ অগ্নিকাণ্ড ফানুস ও আতশবাজি থেকে সূত্রপাত বলে আমরা শুনেছি। যদিও উত্তরা ও তেজগাঁওয়ে দুটি গাড়িতে আগুন লাগে।’
সারা দেশে কয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানতে চাইলে খালেদ বিন রাশেদ বলেন, ‘গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত মোট ২২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’