ইউটিউব-গুগল ঘেঁটে তৈরি করতো জাল টাকা, গ্রেপ্তার ৪
ইউটিউব, ফেসবুক এবং গুগল ঘেঁটে জাল নোট তৈরির বিভিন্ন বিষয়ে কারিগরি জ্ঞান নিয়ে জাল নোট তৈরি করছিল একটি চক্র। পরে তাঁদের চারজনকে রাজধানীর চকবাজার, সিরাজগঞ্জ ও খুলনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. মাউন হোসেন সাব্বির, মো. পারভেজ, মো. তারেক ও মো. শিহাব উদ্দিন। তাদের সবার বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে।
গ্রেপ্তার সময় তাদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা জাল নোট, একটি করে ল্যাপটপ, প্রিন্টার, পেনড্রাইভ, পাঞ্চিং রোল, জিলেটিং, প্রিন্টারে ব্যবহৃত কালির খালি বোতল, গালা, স্পিরিটের বোতল ইত্যাদি সরঞ্জামও জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, তারা পরস্পর যোগসাজশে প্রায় এক বছর ধরে ঢাকা, সিরাজগঞ্জ, খুলনা ও যশোরসহ বিভিন্ন এলাকায় জাল নোট তৈরি করে স্বল্পমূল্যে বিক্রি করতেন। এ ছাড়া চক্রের সদস্যরা নিজেরাও বিভিন্ন মোবাইল ব্যাংকিং দোকান, মাছের আড়ৎসহ জনসমাগমপূর্ণ এলাকায় জাল নোট ব্যবহার করতেন।
কমান্ডার মঈন বলেন, “গ্রেপ্তার চারজন ইউটিউব এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জাল টাকা তৈরি ও ব্যবসার প্রতি আকৃষ্ট হন। চক্রের অন্যতম হোতা সাব্বির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে অপর সদস্যদের সঙ্গে পরিচিত হন।”
সংবাদ সম্মেলনে বলা হয়, পরবর্তীতে সাব্বির জাল নোটের খুচরা ব্যবসার জন্য পরিকল্পনা নেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপর একটি জাল নোট তৈরি চক্রের সঙ্গে তাঁর পরিচয় হয়। চক্রটির কাছ থেকে তিনি তিন লাখ টাকার জাল নোট কেনার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকা পাঠায়। জাল নোট কেনার টাকা পাঠালেও তাঁর সঙ্গে প্রতারণা করে ওই চক্র। পরে তিনি নিজেই জাল নোট তৈরির পরিকল্পনা করেন এবং ইউটিউব, ফেসবুক ও গুগল ঘেঁটে কারিগরি জ্ঞান অর্জন করেন।