উন্নয়ন নয়, সরকার নিজেদের পকেট ভারী করছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের উন্নয়ন নয়, নিজেদের পকেট ভারী করা সরকারের মূল উদ্দেশ্য। দেশের অর্থনৈতিক সংকটের প্রধান কারণ সরকারের দুর্নীতি, লুটপাট।’ আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
ভারত থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের অভিজ্ঞতা তিক্ত, হতাশার। তিনি অতীতে শুধু দিয়ে এসেছেন, কিছু নিয়ে আসেননি।’
এ সময় তিনি এম সাইফুর রহমানের জীবনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশে ঋণখেলাপিরা আওয়ামী লীগ সিন্ডিকেটের সদস্য। তাদের সুযোগ দিতে সরকার ব্যস্ত। সরকারের লুটপাটের জন্য দেশ মহা অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে। আবারও ক্ষমতায় আসতে নির্বাচনে ইভিএম ব্যবহারের চক্রান্ত করছে। দেশকে রক্ষায় সরকারকে হটাতে হবে। তাদের আর সময় দেওয়া যায় না, এজন্য ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে।’
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন প্রমুখ।