কুলিয়ারচরে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সাইফুলকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত সাইফুল কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গত ১২ জুন সকালে প্রাইভেট পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ওই কিশোরী। এ সময় রাস্তা থেকে ওই কিশোরীর মুখ চেপে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সাইফুল।
এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল রোববার কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর থেকেই র্যাবের গোয়েন্দা সদস্যরা ঘটনার ছায়া তদন্ত শুরু করেন এবং আসামি সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তার সাইফুল র্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি সাইফুলকে কুলিয়ারচর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।