সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার গ্রেপ্তার
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসীম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজহারুল ইসলাম বলেন, জসীম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড্ডা থানার একটি মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় ভুক্তভোগীকে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। এটি জুলাই ও আগস্ট মাসের আন্দোলনকে কেন্দ্র করে ঘটেছিল।
ওসি জানান, গ্রেপ্তারের পর জসীমকে বাড্ডা থানার কাছে হস্তান্তর করা হয়।