কুড়িগ্রামে নির্বাচনের দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে কুড়িগ্রাম বাস টার্মিনাল এলাকায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি অংশ এ মানববন্ধন ও সমাবেশ করে।
এ সময় বক্তব্য দেন শ্রমিক নেতা মোস্তফা কামাল, বাসচালক আফজাল, বাচ্চু, এন্তাজ, আলম বাবলুসহ অন্য শ্রমিক নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে শ্রমিক ইউনিয়ন পরিচালিত হওয়ায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা করে কমিটি বাতিল ও নির্বাচন দেওয়ার দাবি জানান বক্তারা।
এ সময় নতুন কমিটি না হওয়া পর্যন্ত সাধারণ শ্রমিকদের পরিচয়পত্র নবায়ন না করার দাবি জানান বক্তারা।