গাজীপুরে ঝুটের গুদামের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড আড়াই ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকার ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও ডিবিএল স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।