গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ী উপজেলার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার দুপুর সোয় ১২টার দিকে উপজেলার জরুন এলাকার রিপন নিটওয়্যার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল হামিদ জানান, আজ দুপুর সোয়া ১২টার দিকে কারখানাটির এক্সোসরিজের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই গুদামের আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রথমে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় জয়দেবপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিনের প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।