জমে উঠেছে রাজধানীর ফুটপাতে ঈদের কেনাকাটা
রাজধানীর ফুটপাতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। তবে নিম্ন আয়ের মানুষদের বেতন-বোনাস না হওয়ায় এখনো ক্রেতার পরিমাণ কম বলে জানান একাধিক দোকানি।
আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, পল্টন ও শনির আখড়ায় বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ক্রেতারা দাম-দর করে কেনাকাটা করছে। তবে ঈদের আগে যেভাবে ক্রেতার সমাগম হয়, তা এখনো হয়নি।
পল্টনের ফুটপাতে শিশুদের কাপড় বিক্রি করেন সালাম ভূঁইয়া। তিনি এনটিভি অনলাইনকে বলেন, রোজার শুরু থেকেই অনেকে পরিবারের সদস্যদের জন্য জামা কিনে নিচ্ছেন। অনেকে দাম-দর করে আবার রেখে যাচ্ছেন। তবে বেতন-বোনাস না হওয়ার কারণে বাজার এখনো জমজমাট হয়নি।
সালাম বলেন, সব সময় ২০ রোজার পর থেকে ক্রেতাদের চাপ থাকে। আমরা এবার বাড়তি মালামাল তুলেছি। নতুন ডিজাইনের অন্য কাপড় এসেছে। তবে সামনে বিক্রি ভালো হবে বলে আশা করছি।
গুলিস্তানের জুতা বিক্রেতা হাবিব বলেন, এখনো জুতার মার্কেট জমে ওঠেনি। ক্রেতারা দামদর করে চলে যায়। আবার অনেকে দেখেন নতুন কি জুতা এসেছে। তবে ২০ রোজার পর থেকে সব সময় কেনাকাটা ভালো হয়।
পাঁচ বছরের শিশুর জন্য জামা কিনতে এসেছেন রহিমা। তিনি বলেন, এবার আগেই বাড়িতে চলে যাব। স্বামী ব্যবসা করেন বলে মেয়ের জন্য জামা কিনতে এসেছি। স্বল্প আয়ের মানুষদের জন্য ফুটপাতই ভরসা। আগের মতো ভিড় এখনো দেখছি না। তবে ঈদের আগে এ ভিড় অনেক বাড়বে।