জামালপুরে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
জামালপুরে পুকুরের পানিতে ডুবে সাদিক (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পৌর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। আজ বুধবার বিকেলে শহরের দড়িপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিল আলী আজাদ মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সাদিক সৃষ্টি সেন্ট্রাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। শহরের দড়িপাড়া এলাকার বিএডিসি পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
পরে তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।