জীবনে সফলতার জন্য চাই সাহস ও কঠোর অধ্যাবসায় : রফিকুল ইসলাম
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, 'জীবনে সফলতার জন্য দরকার সাহস ও কঠোর অধ্যাবসায়। যারাই বুকে অদম্য সাহস নিয়ে এগিয়ে গেছেন, তারাই ব্যক্তি জীবনে সফল হয়েছেন। আবার দেশ ও জাতির জন্যও সফলতা বয়ে এনেছেন।'
গত বুধবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ হাবিব উল্লাহ কনফারেন্স হলে অনুষ্ঠিত ইফতার ও নবীনবরণ-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব শাহরাস্তি (ডুসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, পার্ল কনস্ট্রাকশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসাইন পাটোয়ারি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (সাচিপ) মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু ইউসুফ, রাজউকের পরিচালক মো. শামসুল হক বিপ্লব, মো. মনির হোসেন মিরন, শাহনুর আলম পাটোয়ারি সুমন, আমিনুল ইসলাম নেয়ামত, হাবিব রায়হান ও ইসমাইল হোসেন সিরাজি।