দিনাজপুরে তিন দিন ধরে নিখোঁজ ধান ব্যবসায়ী
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ধান ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম গত তিন দিন ধরে নিখোঁজ।
পরিবারের পক্ষ থেকে রফিকুলের সন্ধান চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ধানের টাকা ওঠানোর জন্য দিনাজপুর শহরে যান। তার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল করিম বলেন, উপজেলার গুড়িয়াপাড়া গ্রামের মৃত এজার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) গত বুধবার সকালে দিনাজপুর শহরে ব্যবসায়িক কাজে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ।
ওসি আরো বলেন, রফিকুলের সন্ধান চেয়ে তাঁর চাচাতো ভাই মাহাবুবুর রহমান মুকুল দিনাজপুরের কোতোয়ালি থানায় একটি জিডি করেন। এর পর থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।