টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৫ শতাধিক ঘর
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে সেনাকল্যাণ ভবনের পাশে অবস্থিত ওই বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরপর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছেন, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি তিনি।
এ ছাড়া অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে স্থানীয়রা বলছেন, আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচ জন আহত হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা জানান, রাত ৩টা ৫৫ মিনিটে টঙ্গীর মাজার বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। তাদের এক ঘণ্টা ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।