ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ১৭ কর্মকর্তা বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপির উত্তরা-পশ্চিম, আদাবর ও কলাবাগান থানায় নতুন অফিসার ইনচার্জসহ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন-মোহাম্মদ মহসীন, এস এম মিজানুর রহমান, মো. রাসেল, মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. আক্তার হোসেন, মো. ফয়েজুল হক ভূঁইয়া, মো. আলমগীর হোসেন, শাকের মোহাম্মদ যুবায়ের,গাজী সালাহউদ্দিন, শেখ আতিয়ার রহমান, মো. মতিউর রহমান, মো. আবদুল মালেক, মো. ওমর ফারুক, শাহ মো. আক্তারুজ্জামান, পরিতোষ চন্দ্র ও মোহাম্মদ সাইফুল ইসলাম।