তারাব পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীর আপিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন প্রার্থিতা বাতিল চ্যালেঞ্জ করে আপিল করেছেন।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আপিলের শুনানি পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন। তবে এখনো আদেশ দেওয়া হয়নি।
বিএনপির মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিনের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
নাসির উদ্দিনের অভিযোগ, ষড়যন্ত্রমূলকভাবে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থার সব দরজা বন্ধ করে দিয়েছে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এখানে ন্যায়বিচার না পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।
গত ২২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের শেষ দিনে বিএনপির প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবক একই ব্যক্তি হাওয়ায় দুজনেরই প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।