দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই : ফখরুল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক দুরবস্থায় সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ঈদের দিন আজ মঙ্গলবার সকালে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।
পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, মানুষের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদি কায়দায় দেশ চালাচ্ছে সরকার। মূল্যস্ফীতির কারণে স্বস্তি নিয়ে ঈদ করতে পারছে না সাধারণ মানুষ।
মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক কারণে যে খালেদা জিয়াকে সাজা দেওয়া হচ্ছে, তা এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।
গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, সরকার তাদের নির্যাতন করছে অভিযোগ করে এসময় বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
এসময় সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।