নাজিরাবাজারে জুতার কারখানায় আগুন
রাজধানীর নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
লিমা খানম বলেন, ‘সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।’
লিমা খানম বলেন, ‘নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশের ১০ তলা ভবনের দ্বিতীয় তলার একটি জুতার কারখানায় আগুন লাগে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণও জানা যায়নি।’