নিত্যপণ্যের বাজারে যখন আগুন, প্রধানমন্ত্রী তখন চিতল শিকারে ব্যস্ত : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ যখন তেল নুন কিনতে পারে না, নিত্যপণ্যের বাজারে আগুন, প্রধানমন্ত্রী তখন গণভবনের পুকুরে চিতল মাছ শিকারে ব্যস্ত। ইদানিং প্রধানমন্ত্রী ভালো সাজার চেষ্টা করছেন। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু হওয়া কঠিন।
আজ রোববার দুপুরে নওগাঁ জেলার বদলগাছী উপজেলা স্টেডিয়ামে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। এর আগে জাতীয় এবং দলীয় সঙ্গীত পরিবেশন হয়। পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন রিজভীসহ নেতৃবৃন্দ।
রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, তিনি মিথ্যা শিখে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন।’ তিনি বলেন, ‘সরকারি টাকা খরচ করেও আওয়ামী লীগ ঢাকা জেলার সম্মেলনে লোক আনতে পারেনি। আর নওগাঁ জেলার সামান্য বদলগাছি উপজেলার সম্মেলন দেখে যান, কী পরিমাণ লোক হয়েছে। সুতরাং, মিথ্যা কথা বলা বন্ধ করুন।’
রিজভী বলেন, ‘সরকারের উন্নয়নের সামনে রয়েছে পর্দা। যেটা সরালে দেখা যায়, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি। আজকে বলেছেন দুর্ভিক্ষ আসছে। বিশ্বের কোনো প্রধানমন্ত্রী এভাবে ভয় দেখায় না।’
রিজভী বলেন, ‘সরকার নাকি লোডশেডিং জাদুঘরে পাঠিয়েছে। এখন শতভাগ বিদ্যুৎ কোথায় গেল? বাড়িতে বাড়িতে বিদ্যুৎ কোথায়? জনগণ এটা জানে যে, আপনার উন্নয়নের সামনে রয়েছে পর্দা। যেখানে আছে মানুষের কঙ্কাল।’
রিজভী বলেন, ‘ভালো মানুষ হতে হলে সত্য কথা বলতে হবে। মানুষের উন্নয়ন করতে হবে। আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করছেন, কিন্তু হতে পারবেন না। আপনি মানুষের কল্যাণ ও শান্তি দিতে জানেন না। আপনি নূরে আলম, আব্দুর রহিম ও শাওনকে গুলি করে হত্যা করতে জানেন।’
রিজভী আরও বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী গণভবনের পুকুরে চিতল মাছ শিকার করছেন। আর তিনি তাঁর বোনকে সেটা দেখাচ্ছেন। তার মানে হলো দেশের অবস্থা খারাপ না। তিনি চিতল মাছ শিকার করছেন। কিন্তু, প্রধানমন্ত্রী জানেন না, দেশের খেটে খাওয়া মানুষ চিতল মাছ খাওয়া তো দূরে থাক, তেল নুন কিনতে পারেন না।’
বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুলের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সহসমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, জাহিদুল আলম হিটো, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজীদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক শেখ মো. রেজাউল ইসলাম রেজু, মো. আমিনুল হক বেলাল, মো. মামুনুর রহমান রিপন, মো. শফিউল আলম রানা প্রমুখ।
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল সহ বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের বিএনপির কয়েক হাজার নেতাকর্মী দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ নেন। ৫৪৮ জন কাউন্সিলরের ভোটে বদলগাছী উপজেলা কমিটি গঠিত হয়। দ্বিতীয়বারের মতো ফজলে হুদা বাবুল বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও আবদুল হাদী চৌধুরী টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।