পাবনায় নারী দিয়ে মুক্তিপণ আদায় চক্রের তিন সদস্য আটক
পাবনায় নারীদের দিয়ে অভিনব কায়দায় পথচারীদের অপহরণকারী চক্রের তিন সদস্যকে মুক্তিপণের টাকাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
আটককৃতরা হলেন সুজানগর উপজেলার দুলাই চৌধুরীপাড়ার রবিন আহম্মেদ রানা (৩৪), বদনপুর উত্তরপাড়ার ফারুক হোসেন (৩৪) ও একই এলাকার নজরুল ইসলাম (৩৫)।
আজ দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৮ আগস্ট রোববার সুজানগরের বদনপুরে নির্জন রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আলাউদ্দিন নামের এক ব্যক্তি। এ সময় এক নারী আলাউদ্দিনের কাছে গন্তব্যে পৌঁছানোর জন্য সাহায্য চান। আলাউদ্দিন সরল বিশ্বাসে ওই নারীকে মোটরসাইকেলে তুলে কিছ দূর যাওয়ার পর আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারী চক্রের অপর সদস্যরা মোটরসাইকেলের পথ রোধ করে। তারা ওই নারীকে উত্ত্যক্ত ও তার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে বলে আলাউদ্দিনকে মারধর করে অপহরণ করে নিয়ে যায়। পরে ৯৩ হাজার টাকা মুক্তিপণ আদায় করে আলাউদ্দিকে ছেড়ে দেয়।
এ ঘটনায় আলাউদ্দিন জেলা গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করলে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আপহরণকারীদের চিহ্নিত করে। গতকাল সোমবার রাতভর সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, এই চক্রের নারী সদস্যসহ অপর সহযোগীদের আটকের চেষ্টা চলছে। আটককৃতদের মধ্যে রবিন আহম্মেদ রানার বিরুদ্ধে মাদক, দ্রুত বিচার আইনেসহ চারটি মামলা আদালতে বিচারাধীন আছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।