পুরান ঢাকায় বিস্ফোরণ-আগুন, ধসে পড়েছে ভবনের দেয়াল
পুরান ঢাকার আলু বাজারে মধ্যরাতে বিকট বিস্ফোরণের পর ধসে পড়েছে একটি চারতলা ভবনের নিচতলার দেয়াল। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার পর ওসমান গনি রোডের ৩৪/১ নম্বর বাড়িতে ‘গ্যাসের লাইনের লিকেজ থেকে’ এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ধারণা। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বজলুর রশিদ এমনটি জানান।
বিস্ফোরণের পর ওই ভবনের নিচতলায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ঘটনাস্থল থেকে এক দম্পতি ও তাদের সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে তারা বেরিয়ে আসেন। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের কয়েকটি ভবনের কাঁচ ভেঙে পড়ে।
পরে তারা দেখতে পান, সরু গলিতে ৩৪/১ নম্বর হোল্ডিংয়ের চারতলা ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়েছে। পিলারগুলোর রড বেরিয়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বজলুর রশিদ বলেন, ‘গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে নিচতলার দেয়াল ধসে পড়েছে। ভবনের পিলার কনক্রিট দিয়ে তৈরি করার কথা থাকলেও ওই ভবনের পিলার তৈরি করা হয়েছে ইট দিয়ে। বিস্ফোরণের পর ইটগুলো খসে পড়ে পিলার গুলোর রড বেরিয়ে গেছে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।’