ফতুল্লায় সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে চার পোশাককর্মী দগ্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ছয়তলা ভবনের পাঁচতলায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডে চার পোশাককর্মী দগ্ধ হয়েছেন। ফতুল্লার বিলাসনগর এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
এরই মধ্যে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—মিলন হোসেন, ওসমান গণি, সাহেদ মিয়া ও চায়না বেগম। তাঁরা সবাই পোশাক কারখানার শ্রমিক।
জানা গেছে, ফতুল্লার একটি ছয়তলা ভবনের পাঁচতলায় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হন মিলন হোসেন। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে পাশের ফ্ল্যাটের একই পরিবারের আরও তিন জন দগ্ধ হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান৷ দগ্ধ চার জনের মধ্যে মিলন হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল। এর মধ্যে এক পোশাককর্মী তাঁর কর্মস্থল থেকে ফিরে চুলা ধরানোর জন্য আগুন জ্বালান। ওই সময় এ অগ্নিকাণ্ড ঘটে।