বারহাট্টা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকাণ্ড
নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশকিছু মালামাল পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক দাপ্তরিক কাজ শেষ করে কার্যালয় সংলগ্ন বাসভবনে ফেরেন। সন্ধ্যায় তাঁর গাড়িচালক ফোন করে জানান, কার্যালয়ে বসার কক্ষ থেকে ধোঁয়া বের হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছাড়াও জিনিসপত্র পুড়ে যায়।
বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল হক বলেন, ‘আগুনে দুটি এসি, একটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি টিভি, সিসি ক্যামেরার ডিবি বক্সসহ মনিটর, চারটি দেয়াল ফ্যান, শতাধিক বই, একটি উন্নত মানের চেয়ার, কিছু দামি শোপিস, দুটি ডিজিটাল ঘড়ি, একটি সিক্স এসপ্লাস আইফোন ও ল্যান্ডফোন সেট পুড়ে গেছে। সম্প্রতি আট লাখ টাকা খরচ করে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করা হয়েছিল। সবই নষ্ট হয়েছে।’
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোরশেদ বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে ঘটনা তদন্তে পাঁচ সদসের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে আমাকে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত), উপজেলা প্রকৌশলী এবং স্থানীয় ফায়ার সার্ভিসের দুই সদস্য।’
বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এটি নাশকতা কি না, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’