বিএনপির ১০ বিভাগে সমাবেশ, ৫ বিভাগে পাল্টা সমাবেশ করছে আওয়ামী লীগ
‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে আজ দেশজুড়ে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে ইতোমধ্যে সমাবেশ শুরু হয়েছে। অপরদিকে বিএনপির এ কর্মসূচির বিরুদ্ধে ঢাকাসহ পাঁচ বিভাগে পাল্টা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। দলটি শান্তি সমাবেশ করছে।
আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচরের ৩১ শয্যা হাসপাতাল মাঠে শান্তি সমাবেশ হবে। গতকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জিমনেসিয়ামে সকাল ১১টায় শান্তি সমাবেশ হবে। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ’বিএনপি কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ।’
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টটিউট মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। গতকাল ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
খুলনা নগরের শিববাড়ী মোড়ে বিকেল ৩টায় নগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও একই সময় শহীদ হাদিস পার্কসংলগ্ন কেসিসি মার্কেটের সামনে বিএনপি বিভাগীয় সমাবেশ করবে। খুলনা মহানগর আওয়ামী লীগ গত শুক্রবার বর্ধিত সভায় শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। সভায় দলের নগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ’খুলনা আওয়ামী লীগের শান্তি সমাবেশকে জনসভায় পরিণত করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে।’
রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। অন্যদিকে নগরের টাউন হল মাঠে বিকেল ৩টায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও মির্জা আজম।
সিলেট নগরের রেজিস্ট্রি মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আর বিকেল ৩টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। প্রায় একই সময় দুই দলের সমাবেশ হওয়ায় এ নিয়ে চাপা উত্তেজনা নগরজুড়ে।