বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
খুলনায় বড় ভাই রুবেল শেখের লাঠির আঘাতে ছোট ভাই পারভেজ শেখের (২৮) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে খানজাহান আলী থানার মশিয়ালী মিনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা মশিয়ালী মিনাবাজার এলাকার শাহিদুল শেখের ছেলে।
আজ বৃহস্পতিবার খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছোট ভাই পারভেজ শেখ তাঁর স্ত্রীকে মারধর করছিলেন। বড় ভাই ঠেকাতে গিয়ে ছোট ভাইকে বাঁশের চটা দিয়ে আঘাত করেন। তাতেই ছোট ভাই পারভেজের মৃত্যু হয়। নিহত পারভেজের মরদেহ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের বা কেউ আটক হয়নি।