ভাঙ্গুড়ার গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলার আসামি গ্রেপ্তার
অবশেষে পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম সিরাজুল ইসলাম (৩৮)। তিনি উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে গৃহবধূর স্বামী দুখু মিয়া বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি মামলা করেন।
পুলিশ জানায়, গত ৭ জুলাই প্রতিবেশী সিরাজুল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে যান। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে রিলিফের কার্ড দেওয়ার কথা বলে ওই গৃহবধূর কাছে ভোটার আইডি কার্ড চান। কার্ডটি দেওয়ার জন্য ঘরে ঢুকলে সিরাজুল তার পিছু পিছু যায় এবং তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে বাড়ির পাশের কয়েকজন নারী এগিয়ে এলে তিনি পালিয়ে যান। ওই গৃহবধূর স্বামী গ্রামের প্রধানদের কাছে বিচার দেন কিন্তু সিরাজুল প্রভাব খাটিয়ে শালিস হতে দেননি। ফলে লোকজনের কাছে অনেক দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি থানায় মামলা করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় একটি অভিযোগ পাওয়ার পর থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়। আজ দুপুরে আসামি সিরাজুলকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।