মদ কেনার টাকা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের অভিযোগ
সাভারে মদ কেনার টাকা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় এলাকাবাসী ও দোকানিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ উঠেছে—আজ বুধবার সকালে সাভারের পূর্ব রাজাশন এলাকার সাকিনে পলু মার্কেট এলাকায় তাণ্ডব চালায় কিশোর গ্যাংয়ের সদস্যেরা।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, গত ৮ আগস্ট সাকিনে পলু মার্কেট এলাকার ব্রকলিন ফ্যাশন হাউজের মালিক অসীম সরকারের কাছে মদ কেনার জন্য টাকা চায় ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য কিশোর পেরেরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে অসীম সরকারকে মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ—আজ সকালে কিশোর গ্যাংয়ের সদস্য কিশোর পেরেরা, সত্য রোজারিওসহ ১০ থেকে ১১ সদস্যের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে অসীম সরকারের প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্যাশ ভাঙচুর করে সাড়ে ২২ হাজার টাকাসহ মালামাল লুটপাট করে তাঁকে মারধর করে পালিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) পাবেল মোল্ল্যা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।