ময়মনসিংহের সেই ট্রাকচালক শিপন দুদিনের রিমান্ডে
ময়মনসিংহের ত্রিশালে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানকে চাপা দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
এর আগে গত সোমবার দিনগত রাতে সাভার থেকে শিপনকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে গত শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তাঁর স্বামী জাহাঙ্গীর আলম (৪০) এবং তাঁদের ছয় বছরের মেয়ে সানজিদা।