ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রায়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৩টি দোকান। গতকাল সোমবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে অগ্নিকাণ্ডে একাধিক মুদি, কসমেটিক্স ও প্লাস্টিকের দোকান পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন বাজারের অনান্য দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের মুদি, কসমেটিক্স ও প্লাস্টিকের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।’